শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রীড়া সংগঠক কোহিনুর করোনায় আক্রান্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ৭:২৮ পিএম

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে করোনার প্রভাব পড়েছে আগেই। ধারাবাহিকভাবে এরই মধ্যে খেলোয়াড়দের পাশপাশি অনেক সংগঠক আক্রান্ত হয়েছেন প্রাণঘাতি করোনাভাইরাসে। এই তালিকায় এবার যুক্ত হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। গত মঙ্গলবার করোনা পরীক্ষা করিয়ে বুধবার কোহিনুর জানতে পারেন তিনি ‘পজিটিভ’। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই সদস্য ফজলুর রহমান বাবুল, শওকত আলী খান জাহাঙ্গির, বিওএর আরেক উপ-মহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং অ্যাথলেটিক্স ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার এই তালিকা লম্বা হলো কোহিনুর আক্রান্ত হওয়ায়। তিনি আপাতত নিজ বাসাতেই আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন। বৃহস্পতিবার কোহিনুর বলেন, ‘শরীর একটু দুর্বল লাগছে। বাসাতেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছি। আমি সবার কাছে দোয়া প্রার্থী।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন