মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভয়াবহ দাবানল গ্রিসের পূর্ব পেলোপনিজে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

গ্রিসের প‚র্ব পেলোপনিজের সমুদ্র তীরবর্তী একটি গ্রামে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দেশটির দমকল বাহিনীকে। বিশেষ করে জোরালো বাতাসের কারণে দ্রæত বাড়ছে দাবানলের বিস্তৃতি। কর্তৃপক্ষ জানিয়েছে, পাইন গাছ পুড়ে আগুন একটি সেনা ঘাঁটির সন্নিকটে চলে এসেছে। আশঙ্কার বিষয় ওই সেনা ঘাঁটিতে অনেক বিস্ফোরক মজুদ রয়েছে। এ অবস্থায় স্থানীয় কিছু বসতি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স। দমকল বাহিনী জানায়, ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। বাতাসের কারণে দাবানল ক্রমেই দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, শক্তিশালী বাতাসের কারণে আগুনের প্রকোপ বাড়ছে। এ অবস্থায় ওই এলাকার তিনটি বসতি স্থানান্তরের নির্দেশ দেয়া হয়। এর আগে কর্তৃপক্ষ সতর্ক ব্যবস্থা হিসেবে ‘সামারফান’ ক্যাম্পও খালি করা হয়। একই সঙ্গে ক্যাম্প থেকে শিশুদের গ্রামটির নিকটস্থ সৈকতের কাছে সরিয়ে নেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে সেখানে দমকল বাহিনীর ৭০ জন সদস্য রীতিমতো লড়াই করছেন। তাদের সহায়তা করছে পাঁচটি হেলিকপ্টার ও দুটি উড়োজাহাজ। এছাড়া আগুন নেভাতে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। এরই মধ্যে গ্রিসের দমকল বাহিনীর প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন