সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
সৈয়দপুরে ঘাসের ভেতর লুকিয়ে রাখা ব্যাগসহ ৪৪ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে। শহরের নতুন বাবুপাড়া সেলিম মোড় এলাকার বাসিন্দা ইসরাইলের ছেলে আলম (৩৫) দীর্ঘদিন ধরে বাড়ির সন্নিকটে একটি জায়গায় নেপিয়ার ঘাস লাগিয়ে সেখানে ফেনসিডিল রেখে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান এবং ঘাসের ভেতরে লুকিয়ে রাখা ৪৪ পিস ফেনসিডিলসহ একটি ব্যাগ উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে মাদক বিক্রেতা আলম পালিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন