বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

বন্ধ হোক পাথর উত্তোলন

পার্বত্য এলাকার ভূমির গঠন, পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বকীয়তা রক্ষায় এখানকার নদী, খাল, ঝিরি ও পাহাড়ের প্রয়োজনীয়তা অপরিহার্য। আর এই অপরিহার্যতা বজায় রাখতে প্রাকৃতিক পাথরের গুরুত্ব অপরিসীম। ছোট-বড় এসব পাথর এই অঞ্চলের পর্যটন শিল্পে আলাদা মাত্রা যোগ করেছে। কিন্তু বিভিন্ন কারণে ও অবৈধ মুনাফার লোভে একশ্রেণির মানুষ বান্দরবানের পাহাড়ি এলাকার বিভিন্ন উৎস থেকে নির্বিচারে পাথর উত্তোলন করে যাচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিধিমালা অনুযায়ী, নদী ও এ ধরনের জলাশয় থেকে ভাসমান পাথর ছাড়া তলদেশ খুঁড়ে পাথর উত্তোলন বা সংগ্রহের অনুমতি না থাকলেও প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা যাবতীয় আইন ও বিধিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সড়ক বা এধরনের উন্নয়নমূলক কাজে খরচ কমাতে অনেকেই পার্শ্ববর্তী পাহাড়, ঝিরি বা নদীর তলদেশ থেকে পাথর আহরণ করে থাকে। পাথর উত্তোলনের দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়াকে পাশ কাটিয়ে উন্নয়ন দোহাই দেওয়া মোটেই কাম্য নয়। তাই, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভয়াবহ দুর্যোগ থেকে পাবর্ত্য অঞ্চল ও এখানকার জনসাধারণকে রক্ষায় নির্বিচারে পাথর উত্তোলন বন্ধে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কাম্য।
আবু ফারুক
বনরুপা পাড়া, বান্দরবান। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন