বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বিপজ্জনক ঝুঁকিতে পড়বে মিসর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মিসরকে হুঁশিয়ারি উচ্চারণ করে তুরস্ক বলেছে, কায়রো যদি লিবিয়ায় সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা বিপজ্জনক ঝুঁকির মুখে পড়বে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম কালিন বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মিসরের জাতীয় সংসদ লিবিয়ায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসিকে সবুজ সংকেত দেয়ার পর ইব্রাহিম কালিন ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়ায় যদি মিসর সেনা মোতায়েনের চেষ্টা করে তাহলে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাহত হবে এবং তা কায়রোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি এটি হবে মিসরের জন্য বিপজ্জনক সামরিক ঝুঁকি। ২০১১ সালে লিবিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযানে দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর থেকে লিবিয়া মারাত্মক গোলযোগের মধ্যে রয়েছে। এ অবস্থায় ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকারের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। অন্যদিকে, বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের পক্ষ নিয়েছে মিসর। লিবিয়া ইস্যুতে বেশ কিছুদিন ধরে অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে মিসর ও তুরস্ক। মিসর এখন লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করার কথা বলছে। এতে তুরস্ক ও মিসরের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বেড়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Kazi Habib ২৫ জুলাই, ২০২০, ১১:১৫ এএম says : 0
মিশর লিবিয়ায সেনা পাঠালে মিশরের ক্ষতি বেশি হবে।কারণ ইতি মধ্যে তুরষ্ক আরও জিএনএ সরকার সুবিধাজনক অবস্থানে আছে।
Total Reply(0)
omor faruk ২৫ জুলাই, ২০২০, ১০:৪৮ পিএম says : 0
এরদোয়ান এর উচিত মিশরের সিসি কে উচিত মার দেওয়া । সিসি কে মিশর থেকে শেষ করা উচিত।।
Total Reply(0)
jack ali ২৬ জুলাই, ২০২০, ৯:৪৭ পিএম says : 0
May Allah destroy CC by corona Virous. He is enemy of Allah.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন