বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইন লঙ্ঘনের উপযুক্ত জবাব পাবে যুক্তরাষ্ট্র: ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৯:৪৫ এএম

উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি বিদ্বেষী আচরণের কঠোর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।

সিরিয়ার আকাশে বৈরুতগামী ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে দু’টি মার্কিন জঙ্গিবিমানের বিপজ্জনক মহড়ার পর মুসাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় ইরানি বিমানের কয়েক যাত্রী আহত হন।

মুসাভি গতকাল (শুক্রবার) এক বক্তব্যে মার্কিন জঙ্গিবিমানের আচরণকে আন্তর্জাতিক বিমান চলাচল আইনের লঙ্ঘন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী হিসেবে অভিহিত করেন। আমেরিকা যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসী মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

মধ্য আকাশে যাত্রীবাহী বিমানকে চ্যালেঞ্জ করার এ ঘটনার বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ জানাবে উল্লেখ করে মুসাভি বলেন, বলদর্পীতা প্রদর্শন করতে গিয়ে আমেরিকাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দেবে না ইরান।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন