শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

ওয়ারির লকডাউন শেষ হলো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১১:২১ এএম

২১ দিন লকডাউনে থাকার পর গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রাজধানীর ওয়ারী এলাকার লকডাউন তুলে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই সপ্তাহে ওয়ারী এলাকায় সংক্রমণের হার কমেছে। তাই ৪ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন আর বাড়ানো হচ্ছে না।

গত ৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এ এলাকার ৩০৯ জনের করোনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

লকডাউন তুলে নেওয়া হলেও স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে। এছাড়া লকডাউন এলাকায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ এবং ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ লকডাউনের সময় চালু থাকা অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

করোনাভাইরাস সংক্রমণে রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ডিএসসিসি ওয়ারী এলাকায় তিন সপ্তাহের লকডাউন কার্যকর করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন