মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় করোনা সংক্রমন কমেছে

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৭:৫৩ পিএম

বগুড়া জেলায় শুক্রবার পর্যন্ত ২৫ হাজার ৭৫৭ জনের করোনা সংক্রান্ত নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে পরীক্ষা শেষে ফলাফল পাওয়া গেছে ২৩ হাজার ৫৭২ জনের। অপেক্ষমান ২হাজার ১৮৫টি নমুনার ফলাফলকে ব্যাকলক ঘোষনা করা হয়েছে। শনিবার এক ভার্চুয়াল ব্রিফিংএ বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে এ তথ্য জানান ডাঃ ফারজানুল ইসলাম । তিনি জানান, ৪ মাস আগের এসব ফলের কোন দাবিদার নেই ।
এদিকে বগুড়ায় করোনা সংক্রমন অনেকটা কমে এসেছে। গত এক মাসের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে গত শুক্রবারের পরীক্ষার ফলাফলে। এদিন ২৬ জন আক্রান্ত হয়েছেন । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪হাজার ৪৪৬ জন । নতুন আরো ৮৫ জন সহ সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ২৮৪৫ জন। সরকারী হিসেবে গত ২৪ ঘন্টায় আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন । এ নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা ৯৫ জন। শনিবার দুপুর পর্যন্ত হোম আইসোলেসন সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী রয়েছেন ১৫৯২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন