মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ১২:০০ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি ১২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণসহ জেদ্দা থেকে আসা ইসমাইল হোসেন সরকার নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সকালে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে জেদ্দা থেকে আগত ফ্লাইট নম্বর বিজি ৪১৩৬ এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে তল্লাশি করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ স্ক্যান করলে ব্যাগের ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্স এর ব্যাটারির মধ্যে ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলো বিশেষ কৌশলে লুকানো ছিল। বারগুলোর মোট ওজন ৫ কেজি ২০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা। পরে কাস্টমস আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন