শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দাম না পেলে কাঁচা চামড়া রফতানির সুযোগ: বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ১২:০৯ পিএম | আপডেট : ১২:১৭ পিএম, ২৬ জুলাই, ২০২০

কোরবানির পশুর চামড়ার দাম নজিরবিহীনভাবে পড়ে যাওয়ার পর কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া সরকার। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তবে এবার বাজারে ভারসাম্য আনতে কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমতি দিতে পারে সরকার। চামড়া নিয়ে গতবারের মতো সমস্যা হলে রফতানির এই সুযোগ দেয়া হবে।
আজ রোববার (২৬ জুলাই) ভিডিও কনফারেন্সে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চামড়া শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, এবারও যদি চামড়ার দামে সমস্যা দেখা যায় তাহলে কাঁচা চামড়া ও আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে। এ জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটিই রফতানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন