শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাকরির পেছনে না দৌড়ে উন্নত মাঠ চাষে মন দিয়ে নিজেকে করে গড়ে তোলা সম্ভব: মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ৪:৫২ পিএম

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এ্যাড: শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষিত বেকাররা চেষ্টা করলে চাকরির পেছনে না দৌড়ে উন্নত মাঠ চাষে মন দিয়ে নিজেকে গড়ে তুলতে পারে। এক্ষেত্রে নিজেকে আত্মনির্ভরশীলতার মন নিয়ে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে।

২৬ জুলাই (রোববার) সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে বিনা মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আত্মনির্ভরশীল হতে হলে থাকতে পরিশ্রম হতে হবে সৎ বিনয়ি ও আশাবাদি। তাই একথাগুলো মাথায় রেখে যুবকদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য যুবকদের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনার সরকার সহজ শর্তে ও জামানত বিহীন ঋন সুবিধা দিচ্ছেন। যে সুবিধা নিয়ে দেশের হাজার হাজার শিক্ষিত যুবক আজ সাবলম্বি।

মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষক বাচলে দেশ বাঁচবে। তাই কৃষকের কথা মাথায় রেখে সরকার বিনামূল্য সার,বীজ দিচ্ছেন। কৃষিক্ষাতে দিচ্ছেন ভর্তুকি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিরোজপুরের কৃষি সম্প্রসারন অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.হামিদ, পৌরসভার মেয়র গোলাম কবির, ভাইস চেযারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা কৃষিসম্প্রসারন অফিসার চপল কৃষ্ণ নাথ প্রমুখ।

পরে মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন