বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল সিয়াটল

টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, দাঙ্গা ঘোষণা পুলিশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বর্ণ-বৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে চলমান আন্দোলনকে দাঙ্গা হিসেবে অ্যাখায়িত করেছে পুলিশ। জন নিরাপত্তার স্বার্থে দাঙ্গা ঘোষণা করতে বাধ্য হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। পোর্টল্যান্ড পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্নস্থানে ব্যাপক তান্ডব চালায় বেশ কয়েকজন উগ্র আন্দোলনকারী। পুলিশের ওপর হামলার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছে বলেও দাবি করে প্রশাসন। বিক্ষোভকারীদের হামলায় আহত হয়ে এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। শনিবার পোর্টল্যান্ড শহরে আটক হওয়া ১৮ বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন মার্কিন প্রসিকিউটররা। পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগসহ বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি আরও জটিলের দিকে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গেল ২৫ জুন পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদের পাশাপাশি পুলিশের নির্যাতনের বিরুদ্ধে শনিবার কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিল বের করে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘাত বেধে যায়। তবে পুলিশ সশস্ত্র অবস্থায় থাকা সত্তে¡ও আন্দোলনকারীদের ওপর অস্ত্র ব্যবহার করেনি বলে দাবি প্রশাসানের। অপরদিকে,টেক্সাসের অস্টিনে বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভ চলার সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। শনিবার যখন প্রায় ১০০ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন, তখনই কয়েক রাউন্ড গুলি ছোড়ে এক অজ্ঞাত ব্যক্তি। এরইমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণ-বৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রায় দুই মাস ধরে বিক্ষোভ চলছে। গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর এ বিক্ষোভ শুরু হয়। শনিবার টেক্সাসের অস্টিনে জড়ো হন বিক্ষোভকারীরা। ‘হাত মুষ্টিবদ্ধ কর! চালাও লড়াই!’ এ স্লােগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিক্ষোভের সে দৃশ্য ফেসবুকে লাইভ করা হচ্ছিলো। সেখানে ধারণকৃত ফুটেজ থেকে দেখা গেছে, বিক্ষোভ চলার সময় হঠাৎ করেই কয়েকটি গুলির শব্দ শোনা যাচ্ছে। অস্টিন পুলিশ ও জরুরি চিকিৎসা সেবা বিভাগ টুইটারে জানিয়েছে, ওই গুলি ছোড়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি। আল-জাজিরা, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন