শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাগরে ডুবে আবারও ২৪ রোহিঙ্গার মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৯:৩২ এএম

অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাবার পথে সাগরে ডুবে আবার মৃত্যু হলো ২৪ জন রোহিঙ্গা শরনার্থীর। রোববার মালয়েশিয়ার কর্মকর্তারা জানান, থাইল্যান্ডের কাছে মালয়েশিয়ার লাংকাও পর্যটন দ্বীপের জলসীমায় নৌকোডুবিতে এসব রোহিঙ্গার মৃত্যু হয়েছ। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানায়, লাংকাও'র জলসীমায় পৌঁছালে এসব শরণার্থী পানিতে ঝাঁপিয়ে পড়ে উপকূলে আসার চেষ্টা করার সময়ে তারা নিখোঁজ হয়ে যান। মালয়েশিয়ার কোস্ট গার্ড জানাচ্ছে, মোট ২৫জন উপকূলে আসার চেষ্টা করে, যার মধ্যে একমাত্র নূর হুসেইন নামের একজন রোহিঙ্গা স্থলে এসে পৌঁছায় ;পুলিশ যাকে জিজ্ঞাসাবাদ করছে ।

গন্তব্যস্থান হিসাবে রোহিঙ্গা শরণার্থীরা, মালয়েশিয়াকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তবে অতীতে মালয়েশিয়া তাদেরকে ফিরিয়ে দিয়েছে । এবং এভাবে অনেকেই সাগরে ডুবে মৃত্যুবরণ করেছেন। ভয়েস অফ আমেরিকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন