শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজধানীতে দারোয়ানের চাকরি হারিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস মহামারিতে দারোয়ানের চাকরি হারিয়ে মনসুর শেখ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর দুই নম্বর সেকশনের এইচ বøকের ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত মনসুর শেখ সিরাজগঞ্জ সদর উজেলার মৃত কলিম উদ্দিন শেখের ছেলে। এক মেয়ে ও স্ত্রী নিয়ে মিরপুরের ওই বাসায় ভাড়া থাকতেন। নিজের এলাকার একটি বাড়িতে দারোয়ানের চাকরি করতেন তিনি।
মিরপুর মডেল থানার এসআই মো. জামিউর ইসলাম বলেন, মিরপুরে টিনসেড বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। কিছুদিন আগে তার দারোয়ানের চাকরিটা চলে যায়। তাই বেকার ছিলেন। অভাব অনটনে ভুগছিলেন। যে কারণে গতকাল সকালে সবার অগোচরে বাঁশের আড়ার সঙ্গে গামছা প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে স্বজনরা দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশ উদ্ধার করা হয়। গতকাল বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন