শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্বর্ণের মূল্য আরো বাড়বে রূপার দাম দ্বিগুণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। গতকাল প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৯০৬ মার্কিন ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতি আউন্স স্বর্ণের মূল্য এ বছরের শেষের দিকে দুই হাজার ছাড়িয়ে যাবে।
বর্তমানে প্রতি আউন্স রূপার মূল্য ২৩.২৭ মার্কিন ডলার। চলতি বছরের মার্চের হিসেবে বর্তমানে মূল্য দ্বিগুণ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামের পাশাপাশি রূপার দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
এএসজেড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ড্যানিয়েল হাইনেস বলেন, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে ইউরোপীয় ইউনিয়নের নয়া পদক্ষেপের কারণে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। মহামারি পরিস্থিতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের দামও বাড়ছে। তিনি মনে করেন, এ বছরের শেষের দিকে স্বর্ণের দাম আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে করোনা মহামারি থেকে গেলে বাজার পরিস্থিতি আবারো স্থিতিশীল হবে বলে আশাবাদী ড্যানিয়েল হাইনেস।
স্বর্ণের দামের ২০১১ সালেরও রেকর্ড এরই মধ্যে ভেঙে গেছে। তবে স্বর্ণের দাম এভাবে বেড়ে যাওয়ার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে কিনা, সে ব্যাপারেও উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। সূত্র : এএফআর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন