বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদে ফরিদুল হাসান নির্মিত পাঁচ নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১১:৪৫ এএম

এবারের ঈদে ফরিদুল হাসান নির্মিত ৫টি নাটক প্রচার হবে। এর মধ্যে ৪টি ৭ পর্বের ধারাবাহিক এবং একটি খন্ড নাটক। ধারাবাহিক ৪টি হলো সুন্দরী বাঈদানী, বিগ বস, আমি বাবা হতে চাই এবং তিল থেকে তাল। একক নাটক হলো প্লিজ মাফ করবেন। টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে ‘সুন্দরী বাঈদানী’ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাজিরা মৌ, জামিল হোসাইন, মিলন ভট্র, অলিউল হক রুমি, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকেই। নাটকটি বৈশাখী টেলিভিশনে ঈদের ৭দিন প্রচার হবে রাত ১১টা ৫মিনিটে। আহসান আলমগীরের রচনায় ‘আমি বাবা হতে চাই’ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাদিয়া আফরিন মীম, রাশেদ জামান অপু, ফারজানা রিক্তা, মাহা, সফিক খান দিলু, সাইকা আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি ঈদের ৭দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে প্রচার হবে নাগরিক টেলিভিশনে। রুহুল আমিন পথিক রচিত ‘তিল থেকে তাল’ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, হোমায়রা হিমু, জামিল হোসাইন, প্রকৃতি, বিনয় ভদ্র, সফিক খান দিলু। নাটকটি প্রচার হবে আনোয়ার আজাদ ফিল্ম ইউটিউব চ্যানেলে। বরজাহান হোসেনের রচনায় ‘বিগ বস’ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, সাজু খাদেম, আরফান আহমেদ, ফারজানা রিক্তা প্রমুখ। সিফ্রাত মোশাররফের রচনায় একক নাটক ‘প্লিজ মাফ করবেন’ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, আইরিন তানি প্রমুখ। উপরের ধারাবাহিক এবং খন্ড নাটকটি ঈদের দিন প্রচার হবে এসকে আজাদের ইউটিউব চ্যানেলে। ফরিদুল হাসান বলেন, সময়ের জনপ্রিয় সব তারকা অভিনয় করেছেন এ নাটকগুলোতে। নাটকের কাহিনীও চমৎকার। সব শ্রেণীর দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন