শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদে আহসান আলমগীরের ৩ ধারাবাহিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১১:৪৬ এএম

এবারের ঈদে আহসান আলমগীরের রচনায় তিনটি ধারাবাহিক নাটক প্রচার হবে। গত ঈদে তার রচিত ‘জামাই বাজার’ ধারাবাহিকটি দর্শকপ্রিয় হওয়ায় এবারের ঈদের জন্য এর সিক্যুয়াল ‘জামাই বাজার-২’ নির্মাণ করেছেন। এটি প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৭.৩০ মিনিটে বৈশাখী টিভিতে। টিপু আলমের গল্পে পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত, নাদিয়া আহমেদ, ওয়ালিউল হক রুমী, জয়রাজ, শেলী আহসান সহ আরো অনেকে। তার রচিত আরেকটি ধারাবাহিক ‘আমি বাবা হতে চাই’ প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৯.৩৫ মিনিটে নাগরিক টিভিতে। এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। এতে অভিনয় করেছেন, আখম হাসান, নাদিয়া মীম, রাশেদ মামুন অপু সহ আরো অনেকে। আহসান আলমগীরের রচনায় তৃতীয় ঈদ ধারাবাহিক ‘শিয়াল বাড়ি’ প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০.৩০ মিনিটে বৈশাখী টিভিতে। পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ, আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ সহ আরো অনেকে। এছাড়াও আহসান আলমগীর রচিত আরো ৩টি ধারাবাহিক নাটক নিয়ািমত প্রচার হচ্ছে চ্যানেল আই ও বৈশাখী টিভিতে। ‘স্বপ্ন আড্ডা’ প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে বৈশাখী টিভিতে, এটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। ‘বাটপার আনলিমিটেড’ ও ‘আজ কিছু হতে চলেছে’ নামের দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে চ্যানেল আইতে। ‘আজ কিছু হতে চলেছে’ পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার এবং ‘বাটপার আনলিমিটেড’ পরিচালনা করেছেন মজিবুল হক খোকন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন