শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফেনীতে মাওলানা ইসমাইলের মাগফিরাত কামনা

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনী আলিয়া মাদরাসার সাবেক মোহাদ্দিছ ফেনী শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ ও রেজিস্ট্রি অফিস মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা মো. ইসমাইল (রহ.) আত্মার মাগফিরাত কামনায় গতকাল আলিয়া মাদরাসা প্রাঙ্গণে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. মাহমুদুল হাছান, উপাধ্যক্ষ মাও. একেএম আতিক উল্যাহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ইসমাইল (রহ.) এক বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ছিলেন। তিনি সুদীর্ঘ ১৮ বছর ফেনী আলিয়া মাদরাসায় মোহাদ্দিছের দায়িত্ব পালন করেন। ফেনী আলিয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওলিয়ে কামেল মরহুম মাওলানা ওবায়দুল হক (রহ.)-এর বিশিষ্ট খলিফা ছিলেন। তিনি ১৯৩৮ সালের ৩১ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রামের দৌড়করা গ্রামে জন্মগ্রহণ করেন। গত ২৩ জানুয়ারি ৯৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাই।
রামুতে হাতির হামলায়
প্রাণ হারালো ব্যবসায়ী
রামু (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বন্য হাতির হামলায় পরেশ বড়–য়া (৫০) নামের ব্যবসায়ি নিহত হয়েছেন। তিনি রামুর রাজারকুল ইউনিয়নের রামকোট এলাকার বাসিন্দা। গতকাল বুধবার ৩ ফেব্রুয়ারী ভোর ৬টায় রামুর রাজারকুল ইউনিয়নের পাহাড়ি জনপদ ডিগালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
রাজারকুল ইউপি সদস্য সাহাব উদ্দিন জানিয়েছেন, মাছ নিয়ে পার্শ্ববর্তী সোনাইছড়ি যাওয়ার পথে ডিগালতলী এলাকায় বন্য হাতির কবলে পড়েন। হাতির হামলায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। শুঁটকি মাছ ব্যবসায়ী পরেশ বড়ুয়া (৫০) উখিয়া উপজেলার কোটবাজার এলাকার দীনেশ মোহন বড়–য়ার ছেলে। পরেশ বড়–য়ার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।  উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বন্য হাতির হামলায় প্রাণ হারায় স্থানীয় ফয়েজ আহমদের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী রাশেদা বেগম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন