শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৫:৫২ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘী এলাকা থেকে ৫৩৮ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ লাল মিয়া (২৮) নামে এক শীর্ষ মাদক
ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত লাল মিয়া মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার
অন্যয়পুর গ্রামের আলাল মিয়ার ছেলে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম.এম মোহাইমেনুর রশিদ জানান, কালাই উপজেলার নান্দাইল দিঘী এলাকায় পিকআপ করে মাদকের
একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র‍্যাবের কাছে। এরই ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় একটি পিকআপ
আটক করে সেখানে তল্লাশী চালালে ফেন্সিডিল ও গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। লাল মিয়া পিকআপে করে ফেন্সিডিল ও গঁাজা নিয়ে জয়পুরহাট থেকে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। সে দীর্ঘদিন থেকে
বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে পিকআপযোগে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন