শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদের ধারাবাহিক মামা-ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১১:৪৬ এএম

ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক ‘মামা-ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে’। ধারাবাহিকটি রচনা করেছেন মহিন খান এবং পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এই প্রথম ঈদের কোন ৭ পর্বে কাজ করলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। তার বিপরীতে মীর সাব্বির। এছাড়াও অভিনয় কর্ছেন সাজু খাদেম, মীম চৌধুরী, তানভীর মাসুদ, শফিক খান দিলু, ইমু শিকদার, জান্নাত আক্তার, সঞ্জয় রাজ প্রমুখ। ধারাবাহিকটি কমেডি ধাঁচের গ্রামীন পটভ‚মিতে লেখা। ইভ্যালি অন-লাইন শপ নিবেদিত ধারাবাহিকটি এসজে মোশন পিকচার্স এর ব্যানারে নির্মিত হয়েছে। প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম সোহেল।গল্পটি মামা-ভাগ্নেকে নিয়ে। মামা-ভাগ্নে এক সাথেই চলে, খায় ও ঘুমায়। মামা-ভাগ্নে খুব দুষ্ট প্রকৃতির। গ্রামের মানুষদের খুব বিরক্ত করে। গ্রামের চেয়ারম্যানের মেয়ে লতা ও পাতার সাথে প্রেম করতে চায় মামা ও ভাগ্নে। চেয়ারম্যান সেটা মানতে পারেনা। লতা চরিত্রে ফারিয়া শাহরিন। বিপরীতে মামা মীর সাব্বির। পাতা চরিত্রে মীম চৌধুরী। বিপরীতে ভাগ্নে সাজু খাদেম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন