বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ডা: মঈনের স্ত্রীর হাতে পৌঁছেছে ৫০ লাখ টাকার ‘মঞ্জুরি পত্র’

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ৬:৩৬ পিএম

করোনাক্রান্ত হয়ে মারা যাওয়া মানবিক ডাক্তার বলেন খ্যাত দেশের প্রথম চিকিৎসক সিলেটের মঈন উদ্দিনের স্ত্রী ডা. চৌধুরী রিফাত জাহান ক্ষতিপূরণের ‘মঞ্জুরি চিঠি’ হাতে পেয়েছেন ৫০ লাখ টাকার। করোনা রোগীদের সেবায় নিয়োজিত থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে প্রথম ক্ষতিপূরণ পেলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক মো. মঈন উদ্দিন পরিবার।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার (২৭ জুলাই) ৫০ লাখ টাকা মঞ্জুরি দিতে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগেরই প্রধান হিসাব কর্মকর্তা বরাবরে। অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত চিঠিতে অনুরোধ ক্রমে নির্দেশনা, ডা: মঈনের স্ত্রীর কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করবেন অর্থ বিভাগের ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও)।

ডা: মঈনের স্ত্রী ডা. চৌধুরী রিফাত জাহান, চিঠি প্রাপ্তি নিশ্চিত করে বলেন, তবে টাকা পেতে আরও কিছু প্রক্রিয়া আছে, সেগুলো শেষ করতে হবে আগেই।
করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত থেকে যারা নিজেরাও আক্রান্ত হয়ে মারা গেছেন, সরকার তাঁদের পরিবারকে শুরু করেছে ক্ষতিপূরণ প্রদান। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় সরাসরি কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ মাঠ প্রশাসন, আইন–শৃঙখলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের ক্ষতিপূরণ দিতে গত ২৩ এপ্রিল অর্থ বিভাগ যে পরিপত্র জারি করে, সেটি অনুসরণ করে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ।

এদিকে, গত ২৭ এপ্রিল ক্ষতিপূরণের প্রথম আবেদন করেন মঈন উদ্দীনের স্ত্রী ডা: চৌধুরী রিফাত জাহান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বলে চৌধুরী রিফাত জাহানের আবেদনপত্রে সুপারিশ করেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো.মইনুল হক তিনি।
প্রসঙ্গত,

গত ৫ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক মঈন উদ্দীনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এরপর ৭ এপ্রিল সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয় তাঁকে। পরবর্তীতে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে গত ১৫ এপ্রিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ২৯ জুলাই, ২০২০, ১০:২৪ পিএম says : 0
অত্যন্ত আনন্দদায়ক সংবাদ এটি এক কোটির অদিক ডাক্তার দের টাকা দেওয়া যুক্তিসংগত ছিল বলে মনে করি। সরকারের বিজ্ঞ জনেরা বিবেচনা করুন করা প্রয়োজন । ক্ষতিপুরনের টাকা এত নগন‍্য হলো কেন?? দেশ জাতির স্বার্থে কাজ করতে গিয়ে শহীদ হলেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তরা। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জাতির শ্রেষ্ঠ সন্তান ডাক্তার দের জীবন উৎসর্গের বিনিময়ে সামান্য টাকা ক্ষতিপুরন। এটি নিয়ে জাতির বিবেক সাংবাদিক সমাজ আপনারা লিখুন। দেশের সমস্ত আইন শৃংখলা বাহিনী সাংবাদিকতায় নিয়োজিত দায়িত্ব প্রাপ্তরা সম্মিলিতভাবে সরকারের নিকট সুচিন্তিত ভাবে দাবী করুন। মাননীয় প্রধান মন্ত্রী বিশ্ব মানবতার মা তিনি অত্যন্ত মানবিক বিশালাকার মনের অধিকারী নিশ্চিতরূপে বলতে পারি। জাতীয় পত্রিকা ইনকিলাব সহ সাংবাদিক সমাজ ডাক্তার পেশাজীবী আইন শৃংখলা বাহিনী সরকার কে বলুন দাবী করুন। ক্ষতিপুরনের টাকা রাষ্ট্রের কাজে উৎসর্গ জীবনের টাকা সম্মানী কত হওয়া প্রয়োজন। আল্লাহ্ আমাদের সবাই কে বুঝার তৌফিক দিন। আমিন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন