বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ডিজিটাল ব্যাংকিংয়ে পুরস্কার পাবেন দাবাড়ুরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ৭:৪৫ পিএম

ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে পুরস্কার পাবেন সজীব ওয়াজেদ জয় অনলাইন র‌্যাপিড দাবা টুর্নামেন্টের বিজয়ীরা। এ ব্যাপারে বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন পৃষ্ঠপোষক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাত। এ সময় টুর্নামেন্টের আয়োজক গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমীর আলী রানা, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মুহম্মদ শাহরিয়ার খান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক দাবা বিচারক হারুন-অর রশীদ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৫০ হাজার, রানারআপ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৩০ হাজার এবং তৃতীয়স্থান পাওয়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২০ হাজার টাকার প্রাইজমানি জেতেন। প্রাইজমানির অর্থ ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া হচ্ছে দাবাড়–দের। এছাড়া বিজয়ীদের প্রত্যেককে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের স্মারকগ্রন্থ ‘মুজিব থেকে সজীব’ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপহার পাঠানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন