শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়তে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে হুঁশিয়ারি দিয়েছেন হংকংয়ের নেতা ক্যারি লাম। তিনি বলেছেন, যদি করোনা ভাইরাস সংক্রমণ আরো বৃদ্ধি পেতে থাকে, তাহলে হংকংয়ের হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তিনি বলেন, শহর ব্যাপক হারে কমিউনিটি সংক্রমণ দেখা দেয়ার দ্বারপ্রান্তে। তাই তিনি সবাইকে ঘরের ভিতর অবস্থান করার আহবান জানিয়েছেন। এ জন্য নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাধ্যতামুলকভাবে মাস্ক পরা। রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। এ নির্দেশ বুধবার থেকেই কার্যকর হচ্ছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, শুরুতে করোনা ভাইরাসের বিরুদ্ধে সফলতা দেখিয়েছে হংকং। তবে এখন প্রতিদিন নতুন করে শতাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। কিন্তু এক মাসেরও কম সময় আগে গড়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল ১০-এর কম। মঙ্গলবার দিনশেষে ক্যারি লাম একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তাতে তিনি হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে জানিয়েছেন। বলেছেন, এতে অনেক মানুষ মারা যেতে পারেন, বিশেষ করে বয়স্করা। এক্ষেত্রে তিনি কঠোরভাবে সামাজিক দ‚রত্ব রক্ষা করতে এবং যতটা সম্ভব ঘরে থাকার জন্য জনগণের প্রতি আহবান জানান। মঙ্গলবার করোনা ভাইরাসে আরো ১০৬ জন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগে সোমবার নতুন আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এটাই সেখানে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এ অবস্থায় নতুন যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে সব রেস্তোরাঁয় খাওয়া বন্ধ করা হয়েছে। মাত্র দু’জন মানুষ ঘরের বাইরে সাক্ষাত করতে পারবেন। এখন পর্যন্ত হংকং যেসব নীতি গ্রহণ করেছে তার মধ্যে এসব নীতিকে সবচেয়ে কঠোর বলে মনে করা হচ্ছে। এখন সব উন্মুক্ত স্থানে জনগণকে মুখে বাধ্যতামুলক মাস্ক পরতে বলা হয়েছে। এর আগে ঘোষণায় বলা হয়েছিল বার, জিম, বিউটি পার্লার বন্ধ থাকবে। মাসের শুরুতে ৫০ জন পর্যন্ত মানুষকে একত্রিত হওয়ার অনুমতি দেয়া হয়। পরে তা কমিয়ে চার জন করা হয়। আর বর্তমানে দু’জনের বেশি সাক্ষাত করতে পারবেন না। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন