শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদি শর্ত ভাঙবেন : ওয়াইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমি পূজায় গেলে দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত আসবে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত, তিনি সেখানে ব্যক্তি হিসেবে যাচ্ছেন না প্রধানমন্ত্রী হিসেবে। তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে যান তাহলে তা দেশের সংবিধানের মূলভিত্তি, ‘ধর্মনিরপেক্ষতা’ রক্ষা করার শর্ত ভঙ্গ করে।’ ওয়াইসির মতে, প্রধানমন্ত্রী দেশের সব সম্প্রদায় এমনকি নাস্তিকদেরও প্রতিনিধি। আগামী ৫ আগস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদি ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে গেলে তা দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত দেবে বলেই মনে করেন ওয়েইসি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বিতর্ক আরো বাড়তে পারে বলেই মনে করেন তিনি। মঙ্গলবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওয়াইসি বলেছেন, আমরা ভুলতে পারি না যে অযোধ্যাতে ৪০০ বছরেরও বেশি সময় ধরে বাবরি মসজিদ ছিল এবং ১৯৯২ সালে অপরাধী জনতা তাকে ধ্বংস করেছিল। তিনি আরও বলেন, বাবরি মসজিদ ছিল এবং তা সবসময় মসজিদই থাকবে। আমরা নতুন প্রজন্মকে বলব আমাদের মসজিদকে ধ্বংস করা হয়েছিল। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন