বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মৃত্যুর ১২৯ বছর পর স্মৃতিফলক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় ১৮৯১ সালের ২৯ জুলাই। তার লাশের সৎকার হয়েছিল কলকাতার নিমতলা ঘাটে। কিন্তু মৃত্যুর এত বছর পরও সেই সমাধিস্থলে বসানো হয়নি তার কোনো স্মৃতিফলক। অবশেষে মৃত্যুর ১২৯ বছর পর বসানো হলো। তার মৃত্যুবার্ষিকীর ঠিক পরের দিন, ৩০ জুলাই নিমতলা শ্মশানঘাটে উদ্বোধন হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিফলক। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভার উদ্যোগে কলকাতা পৌরসভার সহযোগিতায় বিদ্যাসাগরের ওই স্মৃতিফলক বসেছে নিমতলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিফলকের ঠিক উল্টো দিকে। যার জীবন ও কাজকর্মের অধিকাংশটাই কলকাতাকে কেন্দ্র করে। সেই বিদ্যাসাগরের সমাধিস্থলে কেন এত দিন কোনো স্মৃতিফলক ছিল না, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। বিদ্যাসাগরের ভক্ত চিকিৎসক শঙ্কর নাথ বলেন, ঢাকঢোল পিটিয়ে বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী পালন হলো শহরে। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন