বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্লাজমা দিতে ঢাকায় ফরিদপুরের ৩৫ পুলিশ

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

করোনায় আক্রান্তদের জীবন ফিরিয়ে দিতে করোনায় জয়ী হয়েই প্লাজমা দান করতে ঢাকায় গেলেন ফরিদপুরের ৩৫ পুলিশ সদস্য। এ উপলক্ষে গতকাল দুপুরে ফরিদপুর পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এক অভিনন্দন আনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর পুলিশ বিভাগের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আলিমুজ্জান। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) সাইফুজ্জামান, সদর সার্কেল মো. রাশেদ প্রমুখ।
এসময় পুলিশ সুপার বলেন, জেলায় দায়িত্বরত পুলিশের মধ্যে এ পর্যন্ত মোট ৩০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৪ জন সুস্থ হয়েছেন। যারা সুস্থ হয়েছে তাদের মধ্যে প্রথম দফায় ৩৫ জন ঢাকায় প্লাজমা দান করতে যাচ্ছে। পর্যায়ক্রমে করোনা জয়ী সকল পুলিশ সদস্যই প্লাজমা দান করবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন