বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনায় আক্রান্ত ‘বাহুবলী’র পরিচালক রাজামৌলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ৯:৪৩ এএম

বৈশ্বিক মহমারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 'বাহুবলী' খ্যাত চিত্রপরিচালক এসএস রাজামৌলি। তবে তিনি একাই নন, এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন তার পুরো পরিবার। এমনটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই নির্মাতা নিজেই।

বুধবার (২৯ জুলাই) কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানিয়ে নিজের টুইটারে এসএস রাজমৌলি লিখেছেন, 'বেশ কিছুদিন ধরেই আমি ও আমার পুরো পরিবার জ্বরে ভুগছিলাম। জ্বর খুব ভয়ানক না হলেও, তবুও আমরা করোনা টেস্ট করায়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা সবাই হোম কোয়ারেন্টিনে আছি।'

অন্য এক টুইট বার্তায় পরিচালক লেখেন, 'করোনার জন্য ভয়ঙ্কর কোনো উপসর্গ আমাদের দেখা দেয়নি। ডাক্তারের পরামর্শ নিয়ে সব বিধিনিষেধ মেনে চলছি। আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরী হওয়ার অপেক্ষায় রয়েছি। পরবর্তীতে আমরাও যাতে অন্যের চিকিৎসার প্রয়োজনে প্লাজমা দিতে পারি।'

এমন খবর প্রকাশ্যে আসতেই রাজামৌলি ও তার পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেন ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি এক নেটিজেন লিখেছেন, 'আপনারা স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।' আরেক নেটিজেন লেখেন, 'আমরা প্রত্যেকে শুভেচ্ছা পাঠাচ্ছি এবং আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।'

প্রসঙ্গত, লকডাউনের আগে মেগা বাজেটের সিনেমা 'রাইজ রোর রিভল্ট' নিয়ে ব্যস্ত ছিলেন এসএস রাজামৌলি। এতে জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ ও আলিয়া ভাটকে দেখা যাবে। ৪৫০ কোটি টাকার এই সিনেমাটি আগামী বছরের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন