শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামে আবার বাড়ছে তিস্তা ধরলার পানি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১১:৫২ এএম

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা ও ধরলার পানি আবার বাড়ছে। এ দু’টি নদীর অববাহিকার প্রায় শতাধিক চরের নিচু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্রের পানি কমলেও ধরলার পানি বেড়েছে।ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৮ সে.মি কমে বিপদসীমার ২২ সে.মি. এবং ধরলার পানি কুড়িগ্রাম ব্রীজ পয়েন্টে ১৫ সে.মি বেড়ে বিপদসীমার ২০ সে.মি. উপর দিয়ে বইছে। এছাড়া ব্রহ্মপুত্রের পানি এখনো বিপৎসীমার উপরে থাকায় কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দী রয়েছে। চিলমারীসহ বিভিন্ন স্থানে রাস্তা, রেললাইন ও বাঁধে আশ্রিত মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। দফায় দফায় বন্যার কারণে গবাদীর পশুর খাদ্য সংকট ও রোগ ব্যাধি নিয়ে বিপাকে পড়েছে বানভাসীরা। এদিকে তিস্তার ভাঙনে গাবুরহেলান ও থেতরাইসহ বিভিন্ন পয়েন্টে ভাঙনের তীব্রতা বেড়েছে।
একদিকে করোনায় কাজকর্ম বন্ধ অপরদিকে বন্যার কারণে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বানভাসীদের। সরকারি-বেসরকারি ভাবে ত্রাণ সামগ্রি বিতরণ চলমান থাকলেও সেগুলো অপ্রতুল বলে জানান বানভাসীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Tajmul Islam ৩০ জুলাই, ২০২০, ৭:১০ পিএম says : 0
আমাদের জেলা দিনাজপুরে কি বন্যা হবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন