মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৯ ভারতীয় হতাহত মিয়ানমার সীমান্তে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের মিয়ানমার সীমান্তের সন্নিকটের জেলা চান্ডেলে অতর্কিত হামলায় দেশটির নিরাপত্তাবাহিনী আসাম রাইফেলের তিন সদস্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছে। মনিপুরের স্বাধীনতাকামী সংগঠন পিপলস লিবারেশন আর্মির সদস্যরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করছেন ভারতীয় কর্মকর্তারা। ইম্প্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ও গুলিতে আসাম রাইফেলসের এই সদস্যরা হতাহত হন বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তের কাছে মনিপুরের চান্ডেল জেলায় প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এরপর চালাতে থাকে এলোপাতাড়ি গুলি। এ সময় পালটা গুলি ছোড়েন জওয়ানরাও। দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় আসাম রাইফেলসের অন্তত তিন জওয়ানের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক সীমান্তে তিনদিনের অপারেশন শেষে বুধবার সন্ধ্যার দিকে ঘাঁটিতে ফেরার সময় আসাম রাইফেলের সৈন্যদের ওপর অতর্কিত হামলা হয়। ভারত-মিয়ানমার সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মনিপুরের খংটালে সৈন্যরা আক্রান্ত হন। তিনি বলেন, ঘাঁটি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আসাম রাইফেলের সদস্যরা আইইডি বিস্ফোরণের কবলে পড়েন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন