শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদীতে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

মক্কা নগরীতে পবিত্র হজের নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করেছে সউদী আরব। দেশটির সরকার গত বছরই ঘোষণা করে, পুরুষের পাশাপাশি নারীরাও সামরিক কাজে যোগ দিতে পারবে। আরব নিউজ জানিয়েছে, সেই ধারাবাহিকতায় এবার নারী পুলিশ অফিসারদের হাজিদের নিরাপত্তা বিধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবারের বার্ষিক হজ। সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বজায়ের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। হজের দ্বিতীয় দিন হাজিরা পবিত্র নগরী মক্কায় পৌঁছায়। হাজিরা নিরাপদ দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধগুলো মানছে কি-না তাতে সতর্ক দৃষ্টি নিরাত্তাকর্মীদের। আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, ‘আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে বুধবার পবিত্র মসজিদ মক্কা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।’ আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mahin ৮ আগস্ট, ২০২০, ১১:৪৭ পিএম says : 0
humm.. aro koto ki hobe... Koidin pore Soudi arab er obostha USA UK er chaiteo kharap hoie jabe... Hobei ba na kno? Salman ja suru krse.. Ami eta bujhlam na,, eder imaan etto durbol kno hoie jacce..
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন