বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইসলাম গ্রহণ ভারোত্তোলকের

রিপাবলিকা অনলাইন | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

বিশ্ববিখ্যাত ভারোত্তোলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপের ছোট দেশ লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে মাথায় হিজাব পরা শুরু করেছেন। গত ২৬ জুলাই তিনি ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন।
রেবেকা লিখেছেন, ‘আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি। দুপুর ৩টা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি’।
এরপর থেকে তিনি তার আর কোনও ছবি প্রকাশ না করার অনুরোধ করে লিখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ। এখন থেকে কেউ যেন আমার কোনও ছবি পোস্ট না করেন। আমার চুল ও শরীরের কোনও অঙ্গ প্রকাশ পায় এমন কোনও ছবি কেউ যেন প্রকাশ না করেন। ’
তার এ মহৎকর্মে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘যারা আমার সিদ্ধান্তে সমর্থন করে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। ’
১৯৯৮ সালের ১৯ মে লাটভিয়ারে জম্মগ্রহণ করেন কোহা। মাত্র ২২ বছর বয়সে তিনি ভারোত্তোলনে প্রতিযোগিতায় নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। ২০১৮ সালের মধ্যে তিনি ৫৮ কেজি বিভাগে বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় দুইবার ইউরোপীয় চ্যাম্পিয়ন হন। এছাড়াও ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় ৫৯ কেজি বিভাগে অংশগ্রহণ করে দুইবার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন।
রেবেকা কোহা ২০১৬ সালে ৫৩ কেজি বিভাগে সামার অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করেন। একই বছর তিনি লাটভিয়া থেকে ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হন। গত মে মাসের ১৯ তারিখ কোহার জম্মদিনে কাতারের ডিসকাস থোয়ার মুয়াজ মুহাম্মাদ ইবরাহিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
মরিয়ম বিবি ৩১ জুলাই, ২০২০, ১:১১ এএম says : 0
মাশা আল্লাহ, তার পরিপূর্ণ হেদায়েত কামনা করছি।
Total Reply(0)
তরুন সাকা চৌধুরী ৩১ জুলাই, ২০২০, ১:১২ এএম says : 0
আলহামদুলিল্লাহ, বোনটির জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
Total Reply(0)
চাদের আলো ৩১ জুলাই, ২০২০, ১:১২ এএম says : 0
হেদায়েতের মালিক আল্লাহ, কখন কাকে হেদায়েত দান করেন তিনিই ভালো জানেন।
Total Reply(0)
তাসফিয়া আসিফা ৩১ জুলাই, ২০২০, ১:১৩ এএম says : 0
আল্লাহ বোনটিকে দ্বীনের পথে অবিচল রাখুন। পরকালে জান্নাতবাসী করুন। আমিন
Total Reply(0)
দেলোয়ার হোসেন ৩১ জুলাই, ২০২০, ৭:২৩ এএম says : 0
মাশাল্লাহ ইসলামই মানুষকে সুন্দরজীবন উপহার দিতে পারে। তার জলন্ত প্রমাণ রেবেকা ও জেনিফারগ্রেট।
Total Reply(0)
Nurunnabi ৩১ জুলাই, ২০২০, ৯:০৬ এএম says : 0
Ma sha allah Alhamdulillah Tumi a bonke muslim hishabe kabul karo ameen.
Total Reply(0)
Mujibul hoque ৪ আগস্ট, ২০২০, ১১:৩১ এএম says : 0
May Allah bless her & I wish every Success in her new life.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন