বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মক্কায় এসেও ব্যর্থ

আরব নিউজ | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

চার বছর পায়ে হেঁটে ও সাইকেল চালিয়ে ২৮ দেশ পাড়ি দিয়ে অবশেষে পবিত্র হজ করতে মক্কায় এসে পৌঁছালেন আফ্রিকার দেশ মরক্কোর তরুণ গোলাম ইয়াসিন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ২০১৭ সালে হজের উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন।
চার বছর ধরে তিনি হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে হজের আগে সউদী আরবে পৌঁছান। সউদীর সাংবাদিক আবদুর রহমান আল মুতায়েরি এ খবর পেয়ে আভা এলাকায় গিয়ে মরক্কোর ওই যুবকের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় তিনি গোলাম ইয়াসিনকে বলেন, আপনি আমাদের অতিথি। আপনার মতো সাহসী তরুণের সঙ্গে দেখা করতে পেরে আমরা আনন্দিত। সউদী আরবে আসার সময় ইয়াসিন তার সাইকেলে করে ২৬ কেজি ওজনের একটি ব্যাগও সঙ্গে এনেছেন। এর মধ্যেই তার রান্না করার ব্যবস্থা ও রাত কাটানোর তাঁবু ছিল।
সউদীতে এসে আভা এলাকায় তাঁবু টাঙিয়ে রাতযাপন করতেন। অনেক আশা নিয়ে হজ করতে এসেও করোনার কারণে তিনি এবার হজ করার সুযোগ পাননি। তবে ইয়াসিন হেঁটে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) স্মৃতিবিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেছেন। এতেই তার পথের ক্লান্তি দূর হয়ে গেছে। মরক্কোর যুবকের কথা, তিনি সউদী আরবের মানুষের আতিথেয়তায় মুগ্ধ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Sohid Rahman ৩১ জুলাই, ২০২০, ১:০২ এএম says : 0
Masha Allah
Total Reply(0)
প্রিয়তা ব্যানার্জী ৩১ জুলাই, ২০২০, ১:০২ এএম says : 0
আল্লায় চেয়েছে তাই পারেনি, আল্লার হুকুম ছারা গাছের ডাল ও লরে না
Total Reply(0)
মোহাম্মদ মোশাররফ ৩১ জুলাই, ২০২০, ১:০৩ এএম says : 0
মহান আল্লাহ তায়ালা তাকে হজের সোয়াব দান করুন, আমিন।
Total Reply(0)
হাসান মুনাব্বেহ সাআদ ৩১ জুলাই, ২০২০, ১:০৩ এএম says : 0
সাহসী এক মুসলিম যুবক। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।
Total Reply(0)
ইলিয়াস ৩১ জুলাই, ২০২০, ৮:৫৩ পিএম says : 0
বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা
Total Reply(0)
রেজাউল ৩১ জুলাই, ২০২০, ৮:৫৩ পিএম says : 0
আল্লাহ তার এই প্রচেষ্টাকে কবুল করে নিক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন