কাপ্তাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি হলো। শুক্রবার(৩১ জুলাই) চট্টগ্রামের বিআইটিআইডি হতে আসা রিপোর্ট এ আরোও নতুন করে ৩ জন আক্রান্তের মধ্য দিয়ে কাপ্তাইয়ে করোনা আক্রান্ত করলো সর্বমোট ১০০ জনকে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা: ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে গত ২২ মে প্রথম ২ জন করোনা রোগী সনাক্ত হয়। তাদের মধ্যে একজন হলো কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জম ঘাঁটির নৌ সদস্য এবং অপরজন হলো কাপ্তাই শিল্পএলাকার কমিউনিটি ক্লিনিকে কর্মরত একজন স্বাস্থ্য কর্মী।
তবে কাপ্তাইয়ে ইতমধ্যে স্বাস্থ্য বিভাগ ৯০ জনকে সুস্হ্য ঘোষণা করেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯ জন। করোনা আক্রান্তদের মধ্যে রাইখালী পূর্ব কোদালা এলাকার সিংঅংপ্রু মারমা নামে এক নার্স যুবক মুত্যুবরণ করেছেন, তিনি চট্রগ্রামের রয়েল হাসপাতালে কর্মরত অবস্হায় করোনা আক্রান্ত হলে বাড়ীতে চলে আসেন এবং সেইখানে তার মৃত্যু হয়। এদিকে করোনায় আক্রান্ত হয়ে কাপ্তাই প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা(সম্প্রসারণ) শিবু চাকমা চিকিৎসাধীন অবস্হায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করলেও তাঁর বাড়ী রাংগামাটির চম্পকনগরে। তিনি রাংগামাটি জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিলেন।
এদিকে কাপ্তাইয়ে করোনায় আক্রান্তদের মধ্যে অধিকাংশ পুলিশ সদস্য বলে স্বাস্হ্য বিভাগ সুত্রে জানা যায়। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, দায়িত্ব পালন করতে গিয়ে ইতমধ্যে তিনি নিজে সহ আরোও ৩২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সকলে সুস্হ হয়ে আবারোও কর্মস্হলে যোগদান করেছেন বলে ওসি নাসির উদ্দীন জানান।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী জানান, অচিরেই কাপ্তাই করোনা মুক্ত হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান, প্রশাসনের নানামুখী তৎপরতার কারনে মানুষের মধ্যে স্বাস্হ্য সচেতনা বাড়ছে, মাস্ক পরিধান ছাড়া কেউ ঘর হতে বের হচ্ছে না, ফলে ধীরে ধীরে কাপ্তাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছে।
মন্তব্য করুন