বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী জেলা ও মহানগরে আরো ৮৯ জন করোনা শনাক্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৩:২৯ পিএম

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহী মহানগর ও জেলায় আরো ৮৯ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ১৪৪ জন। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৮৯ জনের করোনা পজিটিভ হয়। এ নিয়ে রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে মোট ৩১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ২৩৯৭ জন, বাঘা উপজেলায় ৬২ জন, চারঘাট উপজেলায় ৭৪ জন, পুঠিয়া উপজেলায় ৬৯ জন, দুর্গাপুর

উপজেলায় ৫৮ জন, বাগমারা উপজেলায় ৬৫ জন, মোহনপুর উপজেলায় ৮৬ জন, তানোর উপজেলায় ৭৯ জন, পবা উপজেলায় ১৮৩ জন ও গোদাগাড়ী উপজেলায় ৭১ জন রয়েছে। এরমধ্যে ২৩ জন মারা গেছে ও ১০১২ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। ১১২১ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন ও ১৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। শনাক্ত ৩১৪৪ জনের মধ্যে নগর এলাকায় শনাক্ত ২৩২৪ জন ও জেলায় বাকিগুলো। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন আর কেউ হোম কোয়ারেন্টাইনে নেই। রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী ও বগুড়া জেলায় বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন