শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৩:৫৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে এবং ঈদ উদযাপিত হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন।
পরে তারা সেখানে চারটি পশু কোরবানি করেন।ওই এলাকায় ঈদের নামাজ কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। নামাজের আগেই তল্লাশি, বিশেষ নজরদারিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তা বলয় গড়ে তোলেন।
ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদ্রাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ।প্রতি বছরের মত এবারও ঈদের জামাতে অংশ নিতে টঙ্গী, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার, রূপগঞ্জ ও সোনারগাঁ থেকে মুসল্লিরা এতে অংশ নেন।নামাজ শেষে করোনা ভাইরাস মহামারি থেকে বাঁচতে এবং বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন