শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়াতে শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২০, ৩:৫৩ পিএম

কুষ্টিয়া সদরসহ ৬টি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হচ্ছে ।

আজ ১ আগস্ট শনিবার সকাল ৮টায় কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে কুষ্টিয়ার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ নামায আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে ও করোনা মুক্তির বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জেলার ৬টি উপজেলা ও ৫টি পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মহান আল্লাহতালার কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা।

সকল ঈদ জামাতের মসজিদে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য মোতায়ন করা হয়।

নামাজের পর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা পশু কোরবানি দেন। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন