শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইস্তামবুলে রাশিয়া থেকে প্রথম ফ্লাইট!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২০, ৫:১৩ পিএম

ক্রমে সচল হয়ে উঠছে বিশ্বের অন্যতম ইস্তামবুল বিমানবন্দর। একে একে সব দেশ থেকে বিমান উঠানামার অনুমতি দিচ্ছে তুরস্ক। এদিকে করোনভাইরাস প্রাদুর্ভাবের পর পুনরায় চালু হয়েছে রাশিয়া তুরস্কে বিমান চলাচল। দীর্ঘদিন স্থগিত থাকার পর শনিবার ভোরে রাশিয়ার রাজধানী মস্কো থেকে তুরস্ক বিমান ইস্তাম্বুবুেল এসে পৌঁছেছে। যাত্রীদের বেশিরভাগই রাশিয়ান নাগরিক। তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার ভোরে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। তবে বিধি নিষেধ মেনে সকল যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে ও সবাই মাস্ক পরিহিত ছিল। মস্কোর এক বাসিন্দা মাসলেন্নিকোভা দিলারা জানান, তিনি ১২ দিনের ছুটিতে তুরস্কে এসেছেন। দিল্লারা বলেন, তিনি ইস্তাম্বুলে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী ক্যাপডোসিয়া অঞ্চল ভ্রমণ করবেন। রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার তাতয়ানা গোলিকোভা ২৪ জুলাই ঘোষণা করেছিলেন ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার সকল ফ্লাইট ১ আগস্ট থেকে আবার চালু হবে। আন্টালিয়া, বোড্রাম ও দালামান উপকূলীয় অঞ্চলে গন্তব্য ফ্লাইটগুলো ১০ আগস্ট থেকে চালু করা হবে। রাশিয়া গত ২৭ মার্চ কোভিড-১৯ বিস্তার রোধে সমস্ত আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত করে ছিল। এখন সতর্কতা বিধি অবলম্বনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র : ডেইলি সাবাহ
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন