বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুখ ও মুখোশের পিয়ারী বেগম ও মাহবুবা রহমানকে নিয়ে অনুষ্ঠান

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। সিনেমাটি পরিচালনা করেছিলেন আব্দুল জব্বার খান। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। চলচ্চিত্রটির মুক্তির ৬০ বছর পূর্তি হয়েছে।  ৬০ বছর আগের এ সিনেমাটি ঐতিহাসিকভাবেও বহুল আলোচিত। এতে প্রধান তিন নারী চরিত্রের মধ্যে একজন নায়িকা ছিলেন পিয়ারী বেগম ও এ সিনেমাতে একটি গান করেন মাহবুবা রহমান। মিডিয়াবিমুখ এ দু’জন এখনো বেঁচে আছেন। সিনেমাটির ৬০ বছর পূর্তি উপলক্ষে এ দুজনকে নিয়ে এনটিভিতে প্রচার হবে জনপ্রিয় অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’র বিশেষ পর্ব। অনুষ্ঠানে তাঁরা মুখ ও মুখোশ নিয়ে নানা স্মৃতিচারণ করেছেন। উল্লেখ্য মুখ ও মুখোশের এই নায়িকা এবং গায়িকার এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রথমবারের মত সরাসরি হাজির হচ্ছেন। জাহাঙ্গীর চৌধুরীর পরিকল্পনা ও প্রযোজনায় এবং ইভান সাইর’র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টায়। অনুষ্ঠানের উপস্থাপক ইভান সাইর বলেন, এমন একটি আয়োজন উপস্থাপনা করতে পারা নিঃসন্দেহে সৌভাগ্যের এবং গর্বের বিষয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন