শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ১:০৫ পিএম

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজন কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম কাবীর আহমাদ (৫০)। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নমুনা পরীক্ষার আগেই কাবীর আহমাদ মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পর বলা যাবে।
কাবীর আহমাদ রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁ। ১৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা মহিলা কলেজে যোগ দেয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন