শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা ঝুঁকিতে ৩১ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২০, ১:১১ পিএম

করোনা ঝুঁকিতে ৩১ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল বন্ধ । এই ৩১টি দেশের বিমান কুয়েতে অবতরণ করতে পারবে না। দেশটির সিভিল এ্যাভিয়েশনের মহাপরিচালক বলেছেন, কোভিড পরিস্থিতি মোকাবেলা করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।- আল-আরাবিয়া

 ইরাক, ইরান, মিসর, লেবানন,পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইতালি ও চীনসহ এসব দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। কুয়েতের বিমানন্দরের কার্যক্রম ৩০ শতাংশ চালু রয়েছে যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি করা হবে। কুয়েতে কোভিড মোকাবেলায় কার্ফিউ পর্যন্ত বলবৎ করা হয়েছিল। দেশটিতে ৬৭ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হওয়ার পর ৪’শ মারা গেছে। গত ৩৮ দিনে কুয়েতে তেলের দর ও রাজস্ব আদায় হ্রাসের কারণে সাধারণ অর্থ মজুত থেকে এক তৃতীয়াংশ অর্থাৎ দেড় বিলিয়ন কুয়েতি দিনার খরচ করেছে দেশটির সরকার। এরফলে দেশটির অর্থ সঞ্চয়ের ওপর চাপ পড়েছে। কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটি বলছে সাধারণ অর্থ মজুদের পরিমান এ বছরে সাড়ে ৪ বিলিয়ন কুয়েতি দিনার থেকে ৩ বিলিয়নে নেমে আসবে। বাজেটে ঘাটতির পরিমান বৃদ্ধি পাবে ৪০ শতাংশ।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ৪ আগস্ট, ২০২০, ১১:০৮ এএম says : 0
আল্লাহ, আল্লাহ করো ভাইরে দুরুদ পড় সার, নবীজীর কলিমা পইরা হইয়া যাইবায় পার। ইনশাআল্লাহ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন