শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে দেবরের বৈঠার আঘাতের দুইদিন পর ভাবির মৃত্যু,চাচার বিরুদ্ধে ভাতিজার হত্যা মামলা দায়ের

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২০, ২:৩১ পিএম

টাঙ্গাইলের সখিপুরে দেবর হাবিবুর রহমানের বৈঠার আঘাতের দুইদিন পর ভাবী সাজেদা বেগম (৬০) এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঈদের আগের দিন পারিবারিক কলহের কারনে দেবর বৈঠা দিয়ে ভাবীর মাথায় আঘাত করে। বন্যার কারনে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না এনে পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। তবে বৈঠার আঘাতে সাজেদা বেগমের মাথা না ফাটলেও জখম হয়েছে।ঘটনার দুইদিন পর ঈদের পরদিন রবিবার রাত সাড়ে আটটার সময় তার মৃত্যু হয়। নিহত সাজেদা বেগম উপজেলার চাকদহ প্যাচপাড়া এলাকার মৃত শওকত দেওয়ানের স্ত্রী। এ ঘটনায় সোমবার(০৩ আগষ্ট) দুপুরে নিহতের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে বাদীর চাচা মৃত আবদুল আলী দেওয়ানের ছেলে হাবিবুর রহমানসহ ৫জনকে আসামি করে সখিপুর থানায় হত্যা মামলা করেছে।জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১ জুলাই সকালে হাতে থাকা বৈঠা দিয়ে দেবর হাবিবুর রহমান বড় ভাইয়ের স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাতে করে। এতে সে গুরুতর আহত হয়ে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২ আগস্ট রবিবার রাত সাড়ে আটটার সময় সাজেদা বেগমের মৃত্যু হয়।সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের কথা উল্লেখ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন