মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

আমার ভাই জীবনে একটা সিগারেট পর্যন্ত খায়নি : সিনহার বোন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ১১:৩৩ এএম | আপডেট : ১২:০৩ পিএম, ৪ আগস্ট, ২০২০

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের (৩৬) মৃত্যুকে হত্যাকা- বলে দাবি করেছে তার পরিবার। তারা বলছেন, মুক্তিযোদ্ধার সন্তান হয়েও নিজ দেশে সিনহাকে এভাবে মারা যেতে হবে, তা তারা কখনোই ভাবেননি।

জানা গেছে, ঈদের আগের রাতে পুলিশ ফোন দিলেও মেজর (অব.) সিনহার মৃত্যু সংবাদ জানায়নি। মেজর (অব.) সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, 'ঈদের দিন সকাল ১১টার দিকে উত্তরা থানা থেকে কয়েকজন পুলিশ আমাদের বাসায় আসেন। তারা এসে আমার ভাই সম্পর্কে নানান প্রশ্ন করেন। তারা ঘরে থাকা ছবিগুলোও দেখেন। তারা কনফার্ম হতে চেয়েছিলেন আমার ভাই আর্মিতে ছিল কি না। তারা ছবিও তুলে নিয়ে যান।

 

তিনি বলেন, পুলিশ সদস্যরা আমার ভাই সম্পর্কে নানা প্রশ্ন করলেও একটি বারের জন্য বলেনি যে সে আর নেই।

 

শারমিন বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে মাদকের অভিযোগ আনা হয়েছে; কিন্তু আমার ভাই তো জীবনে একটা সিগারেট পর্যন্ত খায়নি।

 

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরে বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এদিকে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান নিহতের ঘটনার তদন্তে গঠিত কমিটি আজ মঙ্গলবার থেকে তদন্ত কাজ শুরু করবে।

 

এদিকে তার মৃত্যুর পর প্রথমে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাহজাহান আলিকে প্রধান করে তিন সদস্যদের কমিটি গঠন করা হলেও পরবর্তী সময়ে তা পুনর্গঠন করা হয়েছে। ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পুনর্গঠন করা কমিটিতে প্রধান করা হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে। পুনর্গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

 

কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের একজন প্রতিনিধি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির একজন প্রতিনিধি, কক্সবাজার জেলা প্রশাসনের একজন প্রতিনিধি রাখা হয়েছে।

সাবেক মেজর (অব.) সিনহা ২০১৮ সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি অর্থমন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মুক্তিযোদ্ধা এরশাদ খানের ছেলে। গত ৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজারে যান। ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (14)
D. Enayet Hossain ৪ আগস্ট, ২০২০, ১১:৪৯ এএম says : 2
পুলিশের স্বেচ্ছাচারিতা বন্ধে এখনই পদক্ষেপ নিতে হবে।
Total Reply(0)
Rimon ৪ আগস্ট, ২০২০, ১১:৫৫ এএম says : 1
এই হত্যাকাণ্ডের বিচার দ্রুতবিচার আইনে হতে হবে।
Total Reply(0)
জসিম ৪ আগস্ট, ২০২০, ১২:৩০ পিএম says : 3
মুক্তিযোদ্ধার সন্তান হয়েও নিজ দেশে সিনহাকে এভাবে মারা যেতে- যা খুবই দুঃখজনক
Total Reply(0)
মোবারক হোসেন ৪ আগস্ট, ২০২০, ১২:৩০ পিএম says : 1
এই ঘটনার সাথে জড়িত সকলে ফাঁসি চাই
Total Reply(0)
মুনসুর ৪ আগস্ট, ২০২০, ১২:৩২ পিএম says : 0
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।
Total Reply(0)
ডালিম ৪ আগস্ট, ২০২০, ১২:৩২ পিএম says : 0
আল্লাহ তার পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করো।
Total Reply(0)
জাহিদ ৪ আগস্ট, ২০২০, ১২:৩৪ পিএম says : 0
কিছু দুস্কৃতিকারীর কারণে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সুনাম নষ্ট হতে দেয়া যায় না।
Total Reply(0)
আনিসুল ইসলাম ৪ আগস্ট, ২০২০, ১:২২ পিএম says : 0
এটা কোন স্বাধীন দেশর নিয়ম হতে পারে না। মেজর সিনহা হত্যার বিচার আশা করা যায় না। ........................ এর বিচার হবে এক মাএ মহান রবের দরবারে
Total Reply(0)
উজ্জল ৪ আগস্ট, ২০২০, ১:৪৬ পিএম says : 0
একজন অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে বিচারের মাধ্যমে সমাধান করা, এভাবে ক্রসফায়ার দিয়ে একজন দেশপ্রেমিক সেনা অফিসার কে হত্যা করা পূর্বপরিকল্পিত কারো এজেন্ডা বাস্তবায়ন করার শামিল। এটি হীন প্রচেষ্টা ও ক্ষমতার অপব্যবহা। সুষ্ঠতদন্ত করে সঠিক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছ।
Total Reply(0)
এ রহমান ৪ আগস্ট, ২০২০, ২:১৫ পিএম says : 0
আইন প্রয়োগকারী পুলিশ তার সীমা লঙ্গণ করা ঠিক হয় নি।
Total Reply(0)
এ রহমান ৪ আগস্ট, ২০২০, ২:১৬ পিএম says : 0
এর নিরপেক্ষ বিচার হওয়ার দরকার
Total Reply(0)
রাছেন ইসলাম ৪ আগস্ট, ২০২০, ৬:১২ পিএম says : 0
এটা যাচাই বাঁচাই করার কি আছে উনাকে টার্গেট করে মারা হইছে।...............
Total Reply(0)
Md Mizan ৪ আগস্ট, ২০২০, ৭:৫২ পিএম says : 0
এই সেনাবাহিনীকে আমি আমার কলিজায় ধারন করি। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হত্যা মানে এই দেশটাকে কুলু শীত করা। যা কারও বোধগম্য নয়। আমার এই সোনার বাংলাদেশ সামনে ঠিক কোথায় বা কোনদিকে যাচ্ছে এই সাজানো নাটক দেখলে বোঝা যাচ্ছে। তাই এখনই যদি লাগাম টেনে ধরা না যায় তাহলে আমার দেশ ও জাতির কপালে কি আছে মহান রাব্বুল আলামিনই ভালো জানে। আমি বা এদেশের জানতে চায় এই হত্যার বিচার কি হবে......??
Total Reply(0)
মাঝারুল হায়দের ৫ আগস্ট, ২০২০, ৮:৪১ পিএম says : 0
বাংলাদেশএকটা অরাজকতার দেশ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন