বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তারের সময় ১৮ মিনিটের ভিডিও ফাঁস!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৬:১৬ পিএম

পুলিশের বডিক্যামেরায় ধারণকৃত মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তারের ভিডিও ফাঁস হয়েছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের গ্রেপ্তারের পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ করে। -ডেইলি মেইল

এই ভিডিও ফ্লয়েডকে গ্রেপ্তার করা দুই পুলিশ কর্মকর্তা থমাস লেন ও অ্যালেক্স কুয়েংয়ের বডি ক্যামেরায় ধারণ করা হয়েছিলো।এতে দেখা গিয়েছে, জাল ২০ ডলার দিয়ে সিগারেট কেনার দায়ে গাড়ি থামিয়ে ফ্লয়েডের দিকে বন্দুক তাক করে তাকে আত্মসমপর্ণ করতে বলেন পুলিশ সদস্য। ফ্লয়েডের মুখ ছিলো আতঙ্কগ্রস্ত। পুলিশ তাকে জোর করে গাড়ি থেকে বের করে আনে।

ফ্লয়েড বারবার বলছিলেন, ‘অফিসার, দয়া করুন, আমাকে গুলি করবেন না।’ কিন্ত ওই কর্মকর্তা গালি দিয়ে তাকে হ্যান্ডকাফ পরায়। ফ্লয়েডকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে হ্যান্ডকাফ পরানোর পরই পুলিশ কর্মকর্তা ডেরেক শাভিন তাকে হাঁটুর নিচে চেপে ধরেন। ফ্লয়েড বলছিলেন, ‘আমি শ্বাস নিতে পারছি না। আমাকে ছেড়ে দিন, কয়েকদিন আগে আমি মাকে হারিয়েছি।’ কিন্তু ওই পুলিশ কর্মকর্তারা বলছিলেন, ‘বেঁচে থাকার জন্য যথেষ্ঠ শ্বাস নিতে পারছো।’

৮ মিনিট ৪৬ সেকেন্ড ডেরেক শাভিনের হাঁটুর নিচে থাকার পর শ্বাস নিতে না পেরে মারা যান ফ্লয়েড। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বর্ণবাদ ও পুলিশি নিপীড়ন বিরোধী বিক্ষোভ দানা বাঁধে। ওই চার কর্মকর্তাকে হত্যা এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডেইলি মেইল পুলিশের বডি ক্যামেরায় ধারণকৃত ওই ভিডিও কিভাবে পেয়েছে তা জানানো হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন