শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পঞ্চাশ পেন্সের কয়েনটি ই-বে’র নিলামে গিয়ে ২৮’শ পাউন্ড!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৭:৩৮ পিএম

পঞ্চাশ পেন্সের কয়েন ই-বে’র নিলামে গিয়ে ২৮’শ পাউন্ডে পরিণত হয়েছে।ব্রিটেনে আড়াই’শ বছর হয়ে গেছে স্যামুয়েল জ্যাকসনের জনসন ডিকশনারির প্রকাশের সময়। এটাকে স্মরণীয় করে রাখতেই ৫০ পেন্সের ওই কয়েনটি স্মারক প্রকাশ হিসেবে বাজারে ছাড়া হয়েছিল ২০০৫ সালে। ওই স্মারক কয়েনটি ৫ হাজার গুণ বেশি ফেস ভ্যালুতে বিক্রি হয়েছে।-দ্য সান

ওই নিলামটি স্থায়ী ছিল সাত দিন। গত জুনে এটি বিক্রি হয়ে যায়। মুদ্রাটি কিনতে দুজন নিলামে অংশ নেন। ই-বে’র নিলামে অংশ নিতে হলে শর্ত অনুযায়ী চুক্তি করতে হয়। বিক্রিত কয়েনটি অত্যন্ত বিরল হলেও দুষ্প্রাপ্য নয়। যারা এধরনের কয়েন সংগ্রহ করেন তারা বলছেন, এর সাধারণ মূল্য ১ পাউন্ডের বেশি হওয়া উচিত নয়। ১৫ বছর আগে বাজারে ১৭ মিলিয়ন স্যামুয়েল জ্যাকসন ডিকশনারি পঞ্চাশ পেন্সের মুদ্রা বাজারে ছাড়া হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন