বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ কোরিয়ায় বন্যা ভুমিধসে প্রাণহানি ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। ভারী বৃষ্টির প্রভাবে দেশটিতে আকস্মিক বন্যা ও ভ‚মিধসে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে, এখন পর্যন্ত আরও ১৩ জন নিখোঁজ রয়েছে। এদিকে, মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় বিপর্যয় ও সুরক্ষা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দুর্যোগের কারণে রাজধানী শহর সিউল এবং এর আশেপাশের এক হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। দুর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে ভ‚মিধসের ঘটনায়। ইয়োনহাপ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন