বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুর থানা ওসি’র নির্দেশে বহেড়াতৈল ঘাটের চাঁদাবাজি বন্ধ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৯:৩৪ পিএম

টাঙ্গাইলের সখিপুরে বহেড়াতৈল নৌঘাঁটে আ.লীগ নেতার চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষুদ্ধ ভুক্তভোগীরা মঙ্গলবার(০৪আগষ্ট) বেলা এগারটার সময় মানববন্ধন করে এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনের সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশের পর মঙ্গলবার বিকালে সখিপুর থানার ওসি মো.আমির হোসেন বহেড়াতৈল নৌঘাঁটে গিয়ে নৌকার মাঝিদের সাথে কথা বলে চাঁদাবাজির সত্যতা পাওয়ায় তৎক্ষনাৎ চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আমির হোসেন বলেন,বহেড়াতৈল নৌঘাঁটে চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, প্রতিবছর বর্ষার সময় দর্শনার্থীরা তাদের অবকাশ কাটানোর জন্য বহেড়াতৈল নৌঘাঁটে গিয়ে হাজির হয় এবং নৌকা নিয়ে দর্শনার্থীরা তাদের পরিবার পরিজন নিয়ে নকিল বিলে ঘুরে বেড়ায়। বিশেষ করে ঈদের সময় হাজার হাজার লোকের সমাগম ঘটে। একে পুঁজি করে প্রতিদিন ঘাঁটে থাকা ছোট-বড় ৫০/৬০টি নৌকার মধ্যে সিরিয়ালের নামে নৌকা প্রতি ২শত টাকা এবং ভর্তিবাবদ এক হাজার টাকা চাঁদা আদায় করা হয়। বিগত কয়েক বছর যাবৎ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দের নেতৃত্বে নৌঘাঁটে চাঁদাবাজি চলে আসছিল। ভুক্তভোগীরা ফুঁসে উঠে মঙ্গলবার বহেড়াতৈল বাজারে মানববন্ধন করে। এর পূর্বে প্রশাসনের দৃষ্টিগোচর হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন