শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঈদের ছুটিতে সড়কে প্রাণ গেল ৬১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

ঈদের ছুটিতে সারা দেশে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত নিহতদের নীলফামারী ও সিলেটে ৬ জন করে, হবিগঞ্জ ৫, কুমিল্লা, ধামরাই, ময়মনসিংহ, নওগাঁ ও গাইবান্ধায় ৩ জন করে, ফেনী, বাগেরহাট, বগুড়া, কুষ্টিয়া, যশোর, শেরপুর, রাজশাহী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা ও মেহেরপুরে ২ জন করে, ফরিদপুর, মাদারীপুর, মাগুরা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে।
রাজধানী : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গত রোববার অজ্ঞাত দুই তরুণ নিহত হয়েছেন।

যশোর : যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রাজশাহী : রাজশাহীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সিলেট : সিলেটের ওসমানীনগর উপজেলায় বাসচাপায় গত শুক্রবার প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, মৃত সবাই একই পরিবারের সদস্য। এছাড়া সিলেটের ফেঞ্চুগঞ্জের মির্জাপুর এলাকায় বাসের ধাক্কায় গত রোববার এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে ঈদের ছুটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৬
হবিগঞ্জ : হবিগঞ্জে ঈদের ছুটিতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার চাড়িপুর বিসিক শিল্পনগরী এলাকায় বাসের চাপায় গত শুক্রবার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
কুমিল্লা : ঈদের ছুটিতে কুমিল্লায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন।
বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গত শনিবার দুই যাত্রী নিহত হয়েছেন।

ধামরাই : ঢাকার ধামরাইয়ে গত সোমবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
বগুড়া : বগুড়ার পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গত শনিবার আকাশ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী ও গত শুক্রবার শাপলা খাতুন (২৮) নামে এক এনজিওকর্মী।
মাদারীপুর : মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় গতকাল সাদভী (২০) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছে।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা-ধোবাউড়া মহাসড়কে গত রোববার পিকআপ ভ্যান, বাইসাইকেলে ও মোটরসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল যাত্রী ও চালক নিহত হয়েছে। অপরদিকে ঈদের দিন নিহত হয়েছেন গোয়ালকান্দি গ্রামের মরম আলীর ছেলে ফরমান আলী (৪৮)।
নওগাঁ : নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হযেছে। মাগুরা : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে বাসের চাপায় গতকাল জনপল সরকার (৩২) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে।
কুষ্টিয়া : কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় গতকাল মোটর সাইকেল আরোহী কুষ্টিয়ার দুই যুবক নিহত হয়েছেন।

নীলফামারী : নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। নিহতরা হলেন, ঈদের দিন সৈয়দপুরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দফতরি মিজানুর রহমান (৩২), ঈদের পরদিন সন্ধ্যায় লিটন মিয়ার স্ত্রী রুমা (২৪) তাদের ৮ মাসের শিশু সন্তান রাহিম ও লিটনের শ্যালিকা আদুরী (১৭), গত সোমবার বিকালে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম (৬০) ও গতকাল আকতারা বেগম জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের আজিজুল ইসলামের মেয়ে।
শেরপুর : শেরপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সাতক্ষীরায় : গত শুক্রবার সাতক্ষীরার পাটকেলঘাটা পল্টু ঘোষ (৩৩) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে গত শুক্রবার তিনজন নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আতিয়া খাতুন (২৮) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ট্রাকে ১০ যাত্রী আহত হয়েছেন।

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকের ধাক্কায় গত রোববার এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারসহ দুইজন নিহত হয়েছেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে বেপরোয়া গতির এক মাইক্রোবাসের ধাক্কায় গত সোমবার নানা নিহত হয়েছেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে গত সোমবার সন্ধ্যায় বাসচাপায় এক মাদাসাছাত্র নিহত হয়েছে।
কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া উপজেলা গত দুইদিনে বিমান বাহিনীর জেনারেটার অপারেটার মোহাম্মদ ইয়াসিন (৫০) ও গার্মেন্টসকর্মী রুমন (২৮) এর লাশ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়ায় গত শনিবার দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগরে বাসের ধাক্কায় গত সোমবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন