শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোনার কেন্দুয়ায় বোনের বাড়ী বেড়াতে এসে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৯:৪৫ পিএম

ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে নেত্রকোনার কেন্দুয়ায় বোনের বাড়ী বেড়াতে এসে নৌকা ডুবে হাসিবা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত হাফিজা আক্তার ঢাকা জেলার ডেমরা উপজেলার সারুলিয়া এলাকার কবির উদ্দিনের মেয়ে। সে ২০১৯ সালে ডেমরার হাজী মোয়াজ্জেম স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি পাশ করেছে।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, শালিকা হাসিবা আক্তার (১৮) ঈদ উপলক্ষ্যে ঈদের আগের দিন ঢাকা ডেমরার সারুলিয়া এলাকা থেকে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ভগ্নিপতি খোকন মিয়ার বাড়ীতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাফিজা ভগ্নিপতি খোকনের ভাই হানিফ মেম্বারসহ ৫ জনকে নিয়ে নৌকা যোগে বৌশন বিলের পুকুরিয়া হাওর এলাকায় বেড়াতে যায়। দুপুর ১টার দিকে হঠাৎ দমকা হওয়ায় নৌকাটি কাৎ হয়ে ডুবে যায়। অন্যান্যরা সাতার কেটে তীরে পৌছাতে সক্ষম হলেও সাতার না জানায় হাসিবা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর হাসিবার লাশ উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন