বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাম মিলে যাওয়ার খেসারত খুনে

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

নাম মিলে যাওয়ায় আদমদীঘিতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে সিহাব (১৬ ) নামের সদ্য এসএসসি পাশ করা এক কিশোরকে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে তার দুই বন্ধু প্রহর (১৬) ও জাকির (১৬)। গত রোববার সন্ধ্যার পর উপজেলার কদমা বেইলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিহাব দমদমা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জনান, করজবাড়ী গ্রামের এখলাছের ছোট ছেলের সঙ্গে ঈদের দিন বিকেলে রক্তদহ বিলের স্টিল ব্রিজ এলাকায় দমদমা উত্তর পাড়ার সোহাগের ছেলে সিহাবসহ বেশ কয়েকজনের কথাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পরের দিন রোববার বিকেলে ওই ব্রিজ এলাকায় এখলাছের বড় ছেলে শিপলুসহ কয়েকজন সিহাব ও তার সহপাঠীদের খুঁজতে থাকে। একপর্যায়ে সন্ধ্যার পর ওই গ্রামেরই পূর্ব পাড়ার সবজি বিক্রেতা হারুন অর রশিদের ছেলে সিহাব ওই ব্রিজ অতিক্রম করার সময় শিপলু তাকে ডেকে তার নাম ‹সিহাব› শোনা মাত্র গলায় ছুরিকাঘাত করে। এ সময় পাশে থাকা ওই গ্রামের টুটুলের ছেলে প্রহর ও শহিদুলের ছেলে জাকিরকেও ছুরিকাঘাতে আহত করা হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সিহাব, প্রহর ও জাকিরকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিহাবকে মৃত ঘোষণা করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ও আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, হত্যাকান্ডের জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন