বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দায়ীদের চরম মূল্য দিতে হবে: লেবাননের প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১০:১৮ এএম | আপডেট : ১০:৫৬ এএম, ৫ আগস্ট, ২০২০

নজিরবিহীন ভয়াবহ বিস্ফোরণের পর আন্তর্জাতিক সহায়তা আহ্বান করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি সাংবাদিকদের বলেছেন, আমি বন্ধু ও ভ্রাতৃপ্রতীম রাষ্ট্রগুলোর কাছে জরুরি সহায়তার আহ্বান জানাচ্ছি। আপনারা লেবাননের পাশে দাঁড়ান। আমাদের গভীর এই ক্ষত কাটিয়ে উঠতে সাহায্য করুন।

বিস্ফোরণের পর মঙ্গলবার রাতেই টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশবাসীকে আশ্বস্ত করে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘রাসায়নিক পদার্থের গুদামটি ২০১৪ সাল থেকে ওখানে রয়েছে। এ বিস্ফোরণের কারণ ও এ-সংশ্লিষ্ট তথ্য সবাইকে জানানো হবে। দোষীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

হাসান দিয়াব আরো বলেন, ‘এ ভয়াবহ বিপর্যয়ের জন্য যারা দায়ী, তাদের এর চরম মূল্য দিতে হবে। বিস্ফোরণে শহীদ ও আহতদের কাছে এটা আমার প্রতিশ্রুতি এবং জাতীয় অঙ্গীকার।’

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার ভোররাতে জানান, বিস্ফোরণের অভিঘাতে একাধিক ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর।

সূত্র: আল-জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
গোলাম ফারুক ৫ আগস্ট, ২০২০, ১০:৫১ এএম says : 0
প্রধানমন্ত্রীর কথাগুলো খুব ভালো লেগেছে
Total Reply(0)
জহিরুল ইসলাম ৫ আগস্ট, ২০২০, ১০:৫২ এএম says : 0
পার্শ্ববর্তী দেশগুলোর উচিত লেবাননের পাশে দাঁড়ানো
Total Reply(0)
মনিরুল ইসলাম ৫ আগস্ট, ২০২০, ১০:৫৬ এএম says : 0
এই ঘটনার পিছনে যারাই আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে
Total Reply(0)
নাসির উদ্দিন ৫ আগস্ট, ২০২০, ১০:৫৭ এএম says : 0
আমার মনে হচ্ছে এটা ইজরাইলের কাজ
Total Reply(0)
সামিউল ইসলাম ৫ আগস্ট, ২০২০, ১০:৫৮ এএম says : 0
মানুষ এত নিষ্ঠুর ও হিংস্র হয় কিভাবে?
Total Reply(0)
এ, কে, এম জামসেদ ৫ আগস্ট, ২০২০, ১১:২১ এএম says : 0
এটা ইসরায়েল করেছে, আরব দেশগুলোর উচিত লেবাননকে সাহায্য করা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন